স্রেডা দেশে পর্যাপ্ত সংখ্যক জ্বালানি নিরীক্ষক তৈরীর লক্ষ্যে জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় স্রেডা কর্তৃক গত ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত ৩য় জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা-২০২২ পরিচালনা করা হয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জ্বালানি নিরীক্ষকের সনদ প্রদান অনুষ্ঠান গত ০৯ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখ, বিকাল ০৩:০০ ঘটিকায় স্রেডা'র চন্দনা হল রুম, আইইবি ভবন, রমনা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীজ মুনীরা সুলতানা, এনডিসি, চেয়ারম্যান (গ্রেড-১), স্রেডা।